ছয় দশকের উন্নয়নের ফারাক ছয় বছরে ঘুচিয়েছে প্রধানমন্ত্রী, দাবি জগত প্রকাশের

নয়াদিল্লি, ২৩ জুন (হি. স.):  ইউপিএ-র আমলে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলতেন না তৎকালীন প্রধানমন্ত্রী। কিন্তু করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ছয়বার বৈঠকে বসেছেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়েছেন। উন্নয়নের যে ব্যবধান গত ছয় দশক ধরে তৈরি হয়েছিল।ছয় বছরের মধ্যে সেই ফারাক কমিয়ে এনেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার অসমের জনসংবাদ রেলিতে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন, ২০১৪ সালের আগে দেশ সিদ্ধান্তহীনতায় ভুগছিল। সরকারের কোন দিশা নির্দেশ বা দৃষ্টিকোণ ও পরিকল্পনা ছিল না।বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত হয়েছিল।ভারত এখন গোটা বিশ্বে ভারত অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে।দেশের লক ডাউন যখন জারি হয়েছিল  তখন ভারত একটিও পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট তৈরি করত না। এখন প্রতিদিন সাড়ে চার লাখ পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট ভারতে তৈরি হচ্ছে। হিন্দুস্থান সমাচার / শুভঙ্কর 

করোনাক্রান্ত বিধায়‌কের আশু আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করিমগঞ্জের মেদ‌লি‌তেপাথারকান্দি (অসম), ২৩ জুন (হি.স.) : ক‌রোনায় আক্রান্ত পাথারকা‌ন্দির বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পালের আশু আরোগ্য কামনা করে মেদলিতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করেছেন তাঁর অনুগামী ও শুভাকাঙ্ক্ষীরা। গতকাল সোমবার সন্ধ্যায় খবর চাউর হয়, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ক‌রিমগঞ্জের কো‌ভিড হাস‌পাতালে চিকিৎসাধীন, রয়েছেন আইসোলেশনে। এই খবর তাঁর নির্বাচন ক্ষেত্র পাথারকান্দিতে দাবানলের মতো ছ‌ড়ি‌য়ে পড়ে্। ফলে দ‌রীয় কাের্যকর্তা ও সমর্থক‌দের ম‌ধ্যে ব্যাপক উৎকণ্ঠার সৃষ্টি হয়।

বিধায়‌ক পাল করোনায় আক্রান্ত হওয়ায় বৃহত্তর পাথারকা‌ন্দিতে তাঁর দ্রুত আরোগ্য কামনায় এলাকার বি‌ভিন্ন ম‌ন্দির, দেবালয়, মস‌জি‌দে বি‌শেষ প্রার্থনা ক‌রছেন অনুগামী ও শুভাকাঙ্ক্ষীরা। মঙ্গলবার এলাকার বি‌ভিন্ন ম‌ন্দি‌রে বিধায়ক ঘ‌নিষ্ঠরা পু‌জো দিয়েছেন‌। এছাড়া আজ দিনব্যাপী ঘৃতাহু‌তির মাধ্য‌মে মহামুত্যুঞ্জয় য‌জ্ঞের আয়োজন করা হয় মেদ‌লি চা বাগা‌নের শিবম‌ন্দি‌রে। বি‌জে‌পির স্থানীয় নানা স্তরের পদাধিকারী, কার্যকর্তা এবং সমর্থকরা ব্রাহ্মণ‌দের মন্ত্রোচ্চার‌নের ‌ম‌ধ্য দি‌য়ে দেবা‌দি‌দেব মহা‌দেব‌কে স্মরণ ক‌রে বিধায়‌কের আশু আরোগ্য কামনার পাশাপাশি গোটা দেশ থে‌কে ক‌রোনার বিনাশ কামনা ক‌রেছেন। রাতে অনুষ্ঠিত হয়েছে হরিনাম সংকীর্তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *