নয়াদিল্লি, ২৩ জুন (হি. স.): করোনার জেরে এই বছর সৌদি আরবে হজ করতে যাবে না ভারতীয় মুসলমানরা বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। মঙ্গলবার মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন, সোমবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী মহাম্মদ সালেহ বিন তাহের বেন্তেনের ফোন এসেছিল। ফোনে তিনি ভারতীয় মুসলমানদের করোনার কারণে হজে না যাওয়ার পরামর্শ দেন।গোটা দুনিয়ার মতো সৌদি আরবেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।সৌদি আরবের এমন পরামর্শ স্বাগত যোগ্য।জনগণের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এবারের মতন ভারতীয়দের হজ যাত্রা বাতিল করা হল।
২০২০ সালে সৌদি আরবে হজে যাওয়ার জন্য ২ লাখ ১৩ হাজার আবেদনপত্র জমা পড়েছিল। এর জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে অর্থ দিয়েছিল।তা ফেরত দিয়ে দেওয়া হবে। এদিন থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে ২০১৯ সালে ২ লাখ ভারতীয় মুসলমান হজে গিয়েছিল। যার মধ্যে ৫০ শতাংশই মহিলা ছিল। ২০১৮ সালে মেরহম প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে হজে যাওয়া মহিলাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪০।