BRAKING NEWS

বিনা লড়াইয়ে চিনকে জমি দিয়ে দিয়েছিল কংগ্রেস, তোপ জগত প্রকাশের

নয়াদিল্লি, ২২ জুন (হি. স.):  ভারত ও চিনের মধ্যে ক্রমাগত বেড়ে চলা উত্তেজনা নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বক্তব্যের বিরুদ্ধে সরব হলেন বিজেপি জাতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। যে দল ক্ষমতায় থাকাকালীন কোন রকমের লড়াই ছাড়াই দেশের জমি আত্মসমর্পণ করে দিয়েছিল। সেই দলেরই সদস্য হলেন মনমোহন সিং। তার এমন মন্তব্য শব্দের খেলা করা ছাড়া আর কিছুই নয় বলে কটাক্ষ করেছেন বিজেপি সভাপতি।

সোমবার মনমোহন সিংয়ের বিবৃতির পরে বিজেপি জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা একটি টুইট করেন।যাতে তিনি লিখেছেন, ড. মনমোহন সিং সেই দলেরই সদস্য, যারা ৪৩ হাজার কিলোমিটার বিস্তৃত ভারতীয় জমি চিনকে দিয়ে দিয়েছিল। ইউপিএ সরকারের আমলে নিকৃষ্টতম রণনীতি দেখানো হয়েছিল এবং বিনা লড়াই করেই জমি দিয়ে দেওয়া হয়েছিল।বর্তমানে দেশের সামরিক বাহিনীর ওপর ভরসা রাখা উচিত।অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে জগত প্রকাশ বলেন, এই সেই কংগ্রেস দল যারা ক্রমাগত ভারতীয় সেনাবাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন করে গিয়েছে।সেনাবাহিনীর মনোবলকে নষ্ট করার জন্য সচেষ্ট এই দল।মনমোহন সিংয়ের এই শব্দের খেলায় দেশবাসী বিশ্বাস করবে না।দেশের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থাশীল এবং সমর্থন করে চলেছে।বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রকেই সর্বাগ্রে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *