নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): সুখবর! আগামী ২৪ ঘন্টার মধ্যেই পার্বত্য রাজ্য উত্তরাখণ্ডে ঢুকে পড়বে বর্ষা। শুধুমাত্র উত্তরাখণ্ড নয়, সংলগ্ন উত্তর প্রদেশেও আগমণ হবে বর্ষার। সোমবার এই সুখবর দিলেন ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর ডেপুটি ডিরেক্টর আনন্দ শর্মা।
আইএমডি-র ডেপুটি ডিরেক্টর আনন্দ শর্মা এদিন জানিয়েছেন, ২৩ জুন উত্তরাখণ্ড এবং সংলগ্ন উত্তর প্রদেশে ঢুকে পড়বে বর্ষা। এরপর ২৪-২৫ জুনের মধ্যে, উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব এবং রাজস্থানের বিস্তীর্ন প্রান্তে ঢুকে পড়বে বর্ষা।
বর্ষার আগমণের আগেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। সোমবার ভোর থেকেই ব্যাপক বৃষ্টি হয় দিল্লিতে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ২৪-২৫ জুনের মধ্যেই বর্ষার আগমণ হতে চলেছে দিল্লি-এনসিআর অঞ্চলে।