নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষের পর থেকেই ভারত ও চিনের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে, এমতাবস্থায় লাদাখ-ঝামেলা নিয়ে সোমবার ফের দুই দেশের মধ্যে, চিনের দিকে মোলডোতে শুরু হয়েছে কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠক। এই পরিস্থিতিতে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনা মোতায়েন দেখে রীতিমতো ভীত হয়ে পড়েছে চিন, তাই এবার যুদ্ধ ও বোমারু বিমান মোতায়েন করল চিন।
গালওয়ান উপত্যকায় ১৫/১৬ জুন রাতে রক্তাক্ত সংঘর্ষের পর, এই প্রথম সোমবার পূর্ব লাদাখের চুশুল-মোলডোতে চলছে কর্পস কমান্ডার পর্যায়ের দ্বিতীয় বৈঠক। ভারতের পক্ষ থেকে ১৪ কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং এবং চিনের পক্ষ থেকে দক্ষিণ শিনজিয়াংয়ের সৈন্য জেলা প্রধান মেজর জেনারেল লিয়ু লিন আরও একবার সোমবার বেলা ১১.৩০ মিনিট থেকে সামনা-সামনি বসে বৈঠকে বসেছেন। এর আগে শেষ বৈঠক হয়েছিল ৬ জুন।
বৈঠক-পরিস্থিতিতেই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ ও বোমারু বিমান মোতায়েন করছে চিন। ভারত অবশ্য সতর্ক রয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে চারটি জায়গায় অতিরিক্ত যুদ্ধবিমান, বোমারু বিমান মোতায়েনের দিকে ধ্যান রাখছে ভারত।