ইটানগর, ১৯ জুন (হি.স.) : করোনা প্রকোপের মধ্যেই আসাম রাইফেলস বড় সাফল্য পেয়েছে। এনএসসিএন (আর) জঙ্গি গোষ্ঠীর দুই বৈরিকে জালে তোলা সম্ভব হয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে অরুণাচল প্রদেশের চাংলাং জেলার খানকু গ্রামে এনএসসিএন (আর)-এর ওই দুই কট্টর বৈরিকে অস্ত্র সহ গ্রেফতার করেছেন আসাম রাইফেলস-এর জওয়ানরা। ধৃতদের লাকতুঙ গ্রামের বাসিন্দা থাংশাম নগেমু (২০) এবং ওয়াটলুম এলাকার বাসিন্দা মুজাঙ খুহুই (২৪) বলে শনাক্ত করা হয়েছে।
ধৃত দুই জঙ্গি দীর্ঘ দিন ধরে অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত। শুধু তা-ই নয়, কট্টর জঙ্গি হিসেবে পরিচিত ওই দুজন নিরাপত্তা বাহিনীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই, তাদের জালে তুলতে পেরে সুরক্ষা কর্মীরা অনেকটাই স্বস্তি পেয়েছেন বলে মনে করা হচ্ছে। তাদের কাছ থেকে ম্যাগাজিন সহ একটি পয়েন্ট ২২ পিস্তল, একটি ৭.৬৫ এমএম পিস্তল সাথে ২-টি ম্যাগাজিন, ৭ রাউন্ড কার্তুজ, ৩-টি মোবাইল ফোন এবং ২-টি আধার কার্ড উদ্ধার হয়েছে। আসাম রাইফেলস ধৃত দুই জঙ্গিকে অস্ত্র সহ চাংলাং পুলিশের হাতে তুলে দিয়েছে।
সম্প্রতি অরুণাচল প্রদেশে একাধিক আলফা (স্বাধীন)-এর সদস্যও ধরা পড়েছে। আসাম রাইফেলস আলফা (স্বাধীন)-এর ৩ কট্টর সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল। তাদের কাছেও প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে।

