নয়াদিল্ল, ২০ জুন (হি. স.): উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুক্রবার চিনা আগ্রাসন মোকাবিলায় ডাকা সর্বদল বৈঠকে করা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে বলে শনিবার জানাল প্রধানমন্ত্রী দফতর। এদিন বিবৃতি দিয়ে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী বলেছেন প্রকৃত সীমান্তের এপারে কোনও চিনা সৈন্য নেই, সেটা ভারতীয় সৈন্যদের বীরত্বের কারণেই সম্ভব হয়েছে। ১৬ বিহার রেজিমেন্টের সেনাদের আত্মত্যাগের ফলেই ওদিন চিনের সৈন্যরা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকতে পারেনি ও কোনও পোস্ট ওখানে তৈরী করতে পারেনি, বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।
ঘুরিয়ে কংগ্রেসকে আক্রমণ করে বিবৃতিতে বলা হয়েছে যে দেশবাসী ভালোই জানে কীভাবে গত ৬০ বছরে ৪৩ হাজার বর্গ কিমি জমি ভারতের হাত থেকে চলে গিয়েছে। কোনটা ভারতীয় ভূমি সেটা মানচিত্র থেকেই স্পষ্ট ও কোনও রকম ভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার একতরফ কোনও পরিবর্তন ভারত মেনে নেবে না, বলেও জানিয়ে দিয়েছে ভারত।
বিবৃতিতে বলা হয়েছে, যখন শহিদরা মারা গিয়েছে তখনও বিতর্ক তৈরী করে সেনাবাহিনীর মনোবল দুর্বল করা হচ্ছে। তবে কোনও রকমের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারে দেশবাসীর একতা ভাঙা যাবে না, বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।
উল্লেখ্য, শুক্রবার চিনা আগ্রাসন মোকাবিলায় ডাকা সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেন, ‘চিন আমাদের আমাদের ভূখণ্ডে প্রবেশ করে নি এবং আমাদের কোনও পোস্টও দখল করে নি । লাদাখে আমাদের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। কিন্তু যাঁরা ভারতমাতার দিকে চোখ তুলে দেখেছেন, তাঁদের সবক শিখিয়ে দিয়ে গিয়েছেন।’