নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ শরীর ও মন সুস্থ রাখার ক্ষেত্রে যোগা-র কোনও বিকল্প নেই৷ করোনা-র প্রকোপ থেকে বাঁচার জন্যও যোগাভ্যাস খুবই জরুরি৷ তাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে সকলকে যোগা করার জন্য আবেদন জানিয়েছেন৷ তাতেই যথেষ্ট নয়, যোগা করার সময় ছবি তুলে কিংবা ভিডিও বানিয়ে মুখ্যমন্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার জন্যও আবেদন জানিয়েছেন তিনি৷
করোনা মানবসভ্যতাকে এক গভীর সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে৷ প্রত্যেক দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে৷ সামগ্রিক এই বিপদের মোকাবিলায় সম্মিলিত চেষ্টা একজোট হয়ে মাঠে নেমে পড়েছে৷ চিকিৎসকদের পরামর্শ, এই অতিমারি পরিস্থিতিতে শরীর সুস্থ রাখা খুবই জরুরি৷ অন্য কোনও রোগের থাবায় যেন মানুষকে কাবু না করতে পারে, সে-বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলা হচ্ছে৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকাল শুরু হওয়ার পর থেকে যোগা এক অন্য স্তর পেয়েছে৷ সারা দেশেই যোগার ব্যাপ্তি বাড়ুক, সেই চেষ্টা চলছে৷ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লির রাজপথে হাজার হাজার মানুষকে সাথে নিয়ে যোগা করেছেন৷ শুধু তা-ই নয়, বিভিন্ন রাজ্যে সরকারি আয়োজনে যোগ দিবস পালন করা হয়েছে৷
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ শুক্রবার টুইট বার্তায় রাজ্যবাসীকে আন্তর্জাতিক যোগ দিবসে শামিল হওয়ার আবেদন জানিয়েছেন৷ পারস্পরিক দূরত্ব বজায় রেখে বাড়িতেই যোগ দিবস পালনের আবেদন জানিয়েছেন তিনি৷ পাশাপাশি, যোগা করার সময় ছবি তুলে কিংবা ভিডিও বানিয়ে মুখ্যমন্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি৷

