মণিপুর : একটি সামাজিক একান্তবাস কেন্দ্রে ২৯ জন করোনা আক্রান্তের সন্ধান, চিন্তিত রাজ্য

ইমফল, ১৯ জুন (হি.স.) : করোনা-প্রকোপ মণিপুরে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। একটি সামাজিক একান্তবাস কেন্দ্রে ২৯ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। ওই কেন্দ্রে ১৩০ জনের মধ্যে ২৯ জনের কোভিড-১৯ রিপোর্ট আজ শুক্রবার পজিটিভ এসেছে। তাদের মধ্যে ১২ জন বহিঃরাজ্য থেকে ফিরেছেন। মণিপুরের তামেংলং জেলায় অবস্থিত ওই সামাজিক একান্তবাস কেন্দ্র রাজ্য সরকারকে ভীষণ চিন্তায় ফেলেছে।

এ-বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ চাম্বু গুনমেই বলেন, তামেংলং জেলা সদরে ইউনাইটেড বিল্ডার্স স্কুল-এ সামাজিক একান্তবাস কেন্দ্র থেকে তাদের নমুনা গত ১০ জুন সংগ্রহ করা হয়েছিল। আজ ২৯ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর দাবি, ওই করোনা সংক্রমিতদের মধ্যে ১২ জন মহিলা রয়েছেন। তারা সম্প্রতি বহিঃরাজ্য থেকে ফিরেছেন।

ইমফলে অবস্থিত রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (রিমস্)-এ ১,৬৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাদের মধ্যে ৫৮ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। ওই ৫৮ জনের মধ্যে সামাজিক একান্তবাস কেন্দ্রের ২৯ জন রয়েছেন।

ডাঃ গুনমেই বলেন, জেলার ভৌগোলিক অবস্থান অনুযায়ী প্রচুর গ্রাম শহরাঞ্চল থেকে অনেক দূরবর্তী স্থানে অবস্থিত। তাই, জেলা সদরে কেন্দ্রীয় প্রাতিষ্ঠানিক এবং সামাজিক একান্তবাস কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানেই বহিঃরাজ্য ফেরত মণিপুরের নাগরিকদের রাখার ব্যবস্থা করা হয়েছে। তাঁর দাবি, বর্তমানে জেলা প্রশাসন একটি প্রাতিষ্ঠানিক একান্তবাস এবং ১৪টি সামাজিক একান্তবাস কেন্দ্র পরিচালনা করছে। তাঁর মতে, করোনা-প্রকোপে লকডাউনের আবর্তে বহিঃরাজ্য থেকে অন্তত ১,৮৯১ জন মণিপুরে ফিরেছেন।