ফুসফুসের সংক্রমণ বাড়ছে, অক্সিজেন সাপোর্টে সত্যেন্দ্র জৈন

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের ফুসফুসের সংক্রমণ বাড়ছে। আর তাই অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে সত্যেন্দ্র জৈনকে। শুক্রবার দিল্লি স্বাস্থ্য মন্ত্রীর দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। মারণ এই ভাইরাসকে পরাজিত করার জন্য এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিন্তু, ফুসফুসে সংক্রমণ বাড়ায় উদ্বেগ বাড়ছে।

গত কয়েকদিন ধরেই জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন সত্যেন্দ্র জৈন। করোনা-উপসর্গ দেখা দেওয়ায় প্রথমে করোনা-পরীক্ষা করা হলেও, সেই রিপোর্ট নেগেটিভ আসে। তারপরও জ্বর না কমায়, ফের পরীক্ষা করা হয়। দ্বিতীয় করোনা-রিপোর্ট বুধবার পজিটিভ আসে। এরপরই করোনা-মুক্ত হতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সত্যেন্দ্র জৈন।