BRAKING NEWS

অরুণাচল প্রদেশ ও মিজোরামে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে যথাক্রমে ১৩৫ এবং ১৪০

গুয়াহাটি, ২০ জুন (হি.স.) : অসমের পাশাপাশি প্রতিবেশী অরুণাচল প্ৰদেশ এবং মিজোরামেও বাড়ছে করোনা আক্ৰান্তের সংখ্যা। অরুণাচল প্রদেশে আজ শনিবার নতুন আরও ১৩ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এ নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫-এর। এই খবর দিয়েছেন স্টেট সার্ভেইল্যান্স অফিসার ডা. এন জামপা

ডা. লামপা জানান, মোট আক্রান্তদের মধ্যে ইটানগর ক্যাপিটাল কম্পলেক্সের ১৮, চাংলাং জেলার ৬৪, পূর্ব সিয়াং জেলার ৯,  লোহিত জেলার ৩, লংডিং জেলার ১, লোয়ার দিবাংভ্যালির ৩, নামসাইয়ের ২, তাওয়াঙের ১, তিরাপের ২, পশ্চিম কামেঙের ১২, পশ্চিম সিয়াঙের ১, লোয়ার সিয়াঙের ১ জন৷ অরুণাচল প্ৰদেশে মোট ১৩৫ জন করোনা সংক্ৰমিতের মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন৷ বৰ্তমানে ১২১ জন আক্ৰান্তের চিকিৎসা চলছে৷

এদিকে মিজোরামে আজ আরও ১০ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। জানিয়েছে রাজ্যের তথ্য ও জনসংযোগ দফতর। নতুন ১০ জনকে নিয়ে মিজোরামে মোট আক্রান্ত হয়েছেন ১৪০ জন। এর মধ্যে  ৯ জন সুস্থ হওয়ার পাশাপাশি সক্রিয় ১৩১ জন রোগী চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গোটা উত্তর-পূর্বাঞ্চলে করোনা-আক্রান্তের সংখ্যা অসমে সর্বাধিক। এই খবর লেখা পর্যন্ত অসমে মোট আক্রান্তের সংখ্যা ৫০০৬, সুস্থ ২০৬৬ এবং ১৯২৮ জন সক্রিয়। এর মধ্যে মৃত্যু হয়েছে নয়জনের। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ত্রিপুরায় এই খবর লেখা পর্যন্ত ১,১৮৬টি করোনা মামলার মধ্যে ৬৩৯ জনকে সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। সক্রিয় রোগী ৫৪৩ জন। এর মধ্যে তিনজন বহিঃরাজ্যে চিকিৎসাধীন।

তৃতীয় স্থানাধিকারী মণিপুরে ৬৮১ জনের মধ্যে ২১৮ জন সুস্থ হয়েছেন। সক্রিয় রোগী ৪৬৩ জন। মেঘালয়ে ৪৪ জন আক্রান্ত হয়েছেন, এই তালিকা দীর্ঘায়িত হয়নি। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন। একজনের মৃত্যুর পাশাপাশি সক্রিয় রোগীপ সংখ্যা ১০। সিকিমে এখন পর্যন্ত ৭০ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন সুস্থ হওয়ার পাশাপাশি ৬৫ জনের চিকিৎসা চলছে। অন্যদিকে নাগাল্যান্ডে করোনা ভাইরাস পজিটিভ মামলা বেড়ে হয়েছে ১৯৮। এর মধ্যে ১২৫ জন সুস্থ হয়েছেন এবং সক্রিয় রোগী ৭৩ জন। তাদের কোহিমা এবং ডিমাপুরের কোভিড হাসপাতালে চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *