নয়াদিল্লি, ২০ জুন (হি. স.):গ্রামীণ ভারতের উন্নয়নের জন্য অঙ্গীকারবদ্ধ কেন্দ্রীয় সরকার। সে ক্ষেত্রে গরিব কল্যাণ রোজগার অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।পাশাপাশি ভারতকে আত্মনির্ভর করে তুলতেও এর ভূমিকা অপরিসীম বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার হিন্দিতে লেখা নিজের টুইট বার্তায় অমিত শাহ জানিয়েছেন, আমাদের গ্রামগুলির উন্নয়ন, পরিযায়ী শ্রমিক এবং গরিবদের আত্মনির্ভর করে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ কেন্দ্র। ভারতকে আত্মনির্ভরে পরিণত করতে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ রোজগার যোজনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিজের স্থানীয় এলাকায় যাতে সাধারণ মানুষ কর্মসংস্থান খুঁজে পায়, তা নিশ্চিত করা হবে।আগে কাজ খুঁজতে সাধারণ মানুষকে শহরে আসতে হত গ্রাম ছেড়ে। কিন্তু গরিব কল্যাণ রোজগার অভিযানের মাধ্যমে নিজেদের দক্ষতা অনুযায়ী বাড়ির পাশে কর্মসংস্থান হবে।গ্রামীণ উন্নয়নের জন্য তাদের দক্ষতাকে ব্যবহার করা হবে।তার ফলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়ে উঠবে।পাঁচটি রাজ্যের ১১৬ টি জেলা এই অভিযানের আওতায় আসবে।এই অভিযানের মাধ্যমে দেশের সার্বিক বিকাশ হবে।২৫ ধরণের কাজের সুযোগ এতে আছে।
উল্লেখ করা যেতে পারে, এর আগে এ দিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গরিব কল্যাণ রোজগার অভিযান আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ১২৫ দিন ধরে চলবে এই অভিযান। মূলত পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে এই প্রকল্প নেওয়া হয়েছে।এতে উপকৃত হবে বিহার, উত্তর প্রদেশ, ওডিশা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ঝাড়খন্ড।