প্রাচ্য ভারতী সুকলে ফলাফল বিভ্রাট নিয়ে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন এনএসইউআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ রাজধানীর ধলেশ্বরের প্রাচ্য ভারতী সুকলে একাদশ শ্রেণীর ফলাফল বিভ্রাটের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন দিল এনএসইউআই৷ বৃহস্পতিবার অফিল লেনস্থিত শিক্ষা ভবন দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে ফল প্রকাশ নিয়ে বিভ্রাটের তদন্ত করা দাবি জানানো হয়৷

ডেপুটেশন শেষে এনএসইউআই রাজ্য সহসভাপতি সম্রাট রায় অভিযোগ করেন, গত কয়েক বছর যাবৎ প্রাচ্য ভারতীয় সুকলে পরীক্ষার ফল নিয়ে কেলেঙ্কারি ঘটছে৷ বুধবার একাদশ শ্রেণীর ফল প্রকাশের পর দেখা যায় অধিকাংশ ছাত্র-ছাত্রী ফেল করেছে৷ কেন প্রতিবছর এই ঘটনা ঘটছে তা তদন্ত করে দেখার দাবি জানানো হয়েছে৷

সেই সাতে তিনি এই সুকলের শিক্ষার পরিকাঠামো নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন৷ অতি সত্বর এই পল বিভ্রাটের তদন্ত না করা হলে এন এস ইউ আই আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলবে বলে হুশিয়ারি দিয়েছে৷ আর তা নিয়ে উত্তেজনা ছড়ায় সুকলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *