নয়াদিল্লি, ১৮ জুন (এইচসি): গুজরাট রাজ্যসভার নির্বাচন ইস্যুতে কংগ্রেস নেতার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। কংগ্রেস নেতার পরেশ ধনানী গুজরাটে রাজ্যসভা নির্বাচনে ব্যালটকে ভোট দেওয়ার অনুমতি দেওয়ার বিরুদ্ধে একটি আবেদন করেছিলেন । ওই আবেদনের শুনানিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নোটিশ জারি করলেও আদালত নির্বাচন নিষিদ্ধ করতে অস্বীকার করে। এ বিষয়ে পরবর্তী শুনানি জুলাই মাসে হবে।
গুজরাটের চারটি রাজ্যসভার আসনের জন্য আগামী ১৯ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিজেপির কয়েকজন বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে তাদের ভোটদান নিয়ে সন্দেহ রয়েছে। নির্বাচন কমিশন এই বিধায়কদের সুবিধার্থে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আদেশ জারি করেছে। পরেশ ধনানী নির্বাচন কমিশনের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন । এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নোটিশ জারি করলেও নির্বাচন নিষিদ্ধ করতে অস্বীকার করে। এ বিষয়ে পরবর্তী শুনানি জুলাই মাসে হবে।