BRAKING NEWS

মণিপুরে সরকার গঠনের পথে কংগ্রেস-এনপিপি জোট, রাজ্যপালকে মেমোরেন্ডাম, বিধানসভার অধ্যক্ষের অপসারণ চেয়ে নোটিশ

ইমফল, ১৮ জুন (হি.স.) : মণিপুরে এনপিপি-কংগ্রেস জোট সরকার গঠনের দিকে এগিয়ে চলেছে। আজ বৃহস্পতিবার মণিপুর বিধানসভার অধ্যক্ষ ইয়ুমনাম খেমচাঁদ সিঙের অপসারণ চেয়ে ১২ জন বিধায়কের স্বাক্ষর সংবলিত নোটিশ বিধানসভা সচিবের কাছে পাঠানো হয়েছে। সংবিধানের ধারা ১৭৯ (সি) মোতাবেক এই নোটিশ পাঠানো হয়েছে বলে টুইট বার্তায় জানিয়েছেন মণিপুর কংগ্রেসের মুখপাত্র নিঙ্গমবান বুপেন্দ মেইতেই। এদিকে, সংকট মোচনে বিজেপি হাইকমান্ড অসমের বহু দফতরের মন্ত্রী তথা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক ড. হিমন্তবিশ্ব শর্মা-র দিকে তাকিয়ে রয়েছেন। সূত্রের খবর, রাজ্যে বিজেপি জোট সরকারের সংকট মোচন করতে মণিপুর যেতে পারেন নেডা-আহ্বায়ক ড. শর্মা।

রাজ্যের পদত্যাগী উপমুখ্যমন্ত্রী এনপিপি নেতা ইউনাম জয়কুমার সিং বলেন, ইতিমধ্যে রাজ্যপাল নাজমা হেপতুল্লার কাছে সরকার গঠনের দাবি জানিয়ে মেমোরেন্ডাম পাঠানো হয়েছে। মণিপুরে বিজেপি গত বিধানসভা নির্বাচনে ২১টি আসনে জয়ী হয়েছিল। জোট বেঁধে বিজেপি মণিপুরে সরকার গঠন করেছিল। কিন্তু, গতকাল বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। কারণ, তিন বিজেপি বিধায়ক, চার এনপিপি, এক টিএমসি এবং এক নির্দল বিধায়ক জোট ছেড়ে বেরিয়ে গেছেন। বিজেপি বিধায়ক দল থেকে এবং এনপিপি বিধায়কগণ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, জানান জয়কুমার।

মণিপুর প্রদেশ কংগ্রেস মুখপাত্র নিঙ্গমবান বুপেন্দ মেইতেই এ-বিষয়ে বলেন, আজ এক ঐতিহাসিক দিন। কংগ্রেস-এর নেতৃত্বে জোট সরকার গঠনে রাজভবনে দাবি পেশ করা হয়েছে। ওখরাম ইবোবি সিঙের নেতৃত্বে সরকার গঠনের লক্ষ্যে বিধানসভার বিশেষ অধিবেশনে আস্থা ভোটের আয়োজন করার অনুরোধ রাজ্যপালের কাছে জানানো হয়েছে।

আজ তিনি টুইট করে বলেন, আজ মণিপুর বিধানসভার অধ্যক্ষ ইয়ুমনাম খেমচাঁদ সিঙের অপসারণ চেয়ে কংগ্রেস-এর নেতৃত্বে এনপিপি সহ ১২ জন বিধায়কের স্বাক্ষর সংবলিত নোটিশ বিধানসভা সচিবের কাছে পাঠানো হয়েছে। সংবিধানের ধারা ১৭৯ (সি) মোতাবেক ওই নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশ মণিপুরে কংগ্রেস জোট সরকার গঠনের প্রক্রিয়াকে শক্তিশালী করবে, আশা প্রকাশ করে বলেন তিনি।

এদিকে, ড্যামেজ কন্ট্রোলে মণিপুর যাবেন অসমের অর্থ, স্বাস্থ্য, পূর্তমন্ত্রী তথা নেডা-র কনভেনর হিমন্তবিশ্ব শর্মা। বর্তমানে তিনি অসমে কোভিড মোকাবিলায় সেনাপতির কাজ চালিয়ে যাচ্ছেন। গত দুদিন আগে তিনি গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি ছিলেন। তাঁর কিডনিতে পাথর হয়েছে। এই অসুস্থতার মধ্যেই গতকাল থেকে ফের তিনি কোভিড-যোদ্ধাদের নেতৃ্ত্ব দেওয়া শুরু করেছেন। এবার মণিপুরে বিজেপি সরকারের  সংকট মোচনে হিমন্তবিশ্বের উপর ভরসা করছেন দলীয় হাইকমান্ড। সূত্রের খবর, তিনি মণিপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ শুরু করে দিয়েছেন ড. শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *