অমরপুরে জেলখানায় ফাঁসিতে আত্মঘাতী বিচারাধীন কয়েদি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ অমরপুর সাব-জেলখানায় বিচারাধীন কয়েদি আত্মহত্যা করেছেন৷ জেলখানায় রক্ষীদের অগোচরে বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ নিজের সেলেই গলায় গামছা জড়িয়ে বিচারাধীন কয়েদি সুজাদু মগ (২৮) আত্মহত্যা করেছেন৷ খবর পেয়ে অমরপুর সাব-জেলের সুপারিটেন্ডেন্ট এবং পুলিশ জেলখানায় পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেন৷ জেলখানায় আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷


পুলিশ জানিয়েছে, আত্মঘাতী বিচারাধীন কয়েদি সুজাদু মগ করবুক মহকুমার শিলাছড়ি ব্লকের অন্তর্গত কমলছড়ি গ্রামের বাসিন্দা ছিলেন৷ গত ১৫ জুন একটি মারপিটের মামলায় তাকে আদালত জেল হেফাজতে পাঠিয়েছিল৷ কিন্তু তিনি আত্মহত্যা কেন করলেন তার কারণ খুঁজে পাচ্ছে না পুলিশ৷

এদিকে, অমরপুরের সাব-জেল মেরামতির জন্য দীর্ঘ এক বছরেরও অধিক সময় ধরে বন্ধ থাকার পর গত ১৫ জুন থেকে পুনরায় চালু হয়েছে৷ ফলে, ওই সময়ে মহকুমা আদালতের আদেশে বিচারাধীন বন্দি এবং সাজাপ্রাপ্ত কয়েদিদের উদয়পুরস্থিত গোমতি জেলা সংশোধনাগারে রাখা হত৷ সংস্কারের পর চালু হওয়ার দু দিনের মাথায় জেলখানার ভেতরেই বিচারাধীন বন্দির আত্মহত্যার ঘটনায় অন্য কয়েদিদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ তাছাড়া, তাকে খুন করা হয়েছে কিনা সেই সন্দেহও করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *