নয়াদিল্লি, ১৬ জুন (হি. স.): দেশজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেই ২৩ জুন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক আয়োজন করা হয়েছে। দলীয় সূত্র মারফত জানা গিয়েছে দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী এই বৈঠকের ডাক দিয়েছেন।বৈঠকে দেশজোড়া করোনা পরিস্থিতি এবং তার থেকে যে আর্থসামাজিক সংকট দেখা দিয়েছে সে বিষয়ে আলোচনা হবে।ওয়ার্কিং কমিটির সকল সদস্যদের বৈঠকে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে।
মনে করা হচ্ছে দেশজুড়ে পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠকে ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হবে। ক্রমাগত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন সোনিয়া গান্ধী।নিজের চিঠিতে সোনিয়া গান্ধী দাবি করেন ভারতকে অর্থনৈতিক উপায় আত্মনির্ভর হতে গেলে আর্থিক অনটন দূর করতে হবে।বাজারে অপরিশোধিত তেলের দাম যখন ক্রমেই কমতে শুরু করেছে। তখন কেন ভারতের বাজারে জ্বালানি তেলের দাম ক্রমেই বেড়ে যাচ্ছে।