নয়াদিল্লি, ১৬ জুন (হি. স.): মানসিক অসুস্থতাকেও স্বাস্থ্য বীমা আওতায় নিয়ে আসার দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের।মঙ্গলবার এই মামলার শুনানি চলাকালীন কেন্দ্র এবং আইআরডিএ- কে নোটিশ জারি করল শীর্ষ আদালত।
আইনজীবী গৌরব বনসাল এই পিটিশন দায়ের করেছে। পিটিশনে বলা হয়েছে যে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট ২০১৭ আইনের ২১ নম্বর ধারায় স্পষ্ট বলা হলেও কোম্পানিগুলি মানসিক অসুস্থতার জন্য কোনও বীমা কভার দেয়নি।২০১৮ সালের আগস্টে আইআরডিএ এই সংক্রান্ত আদেশ জারি করেছিল। কিন্তু বীমা কোম্পানিগুলি সেগুলি পালন করেনি। সেই সকল বীমা কোম্পানিগুলোর বিরুদ্ধে আইআরডিএ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে মানসিক রোগীদের পুনর্বাসনের কাজ বিঘ্নিত হয়েছে।