নয়াদিল্লি, ১৬ জুন (হি. স.): দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, দেশের করোনা পরিস্থিতি গুরুতর পর্যায় রয়েছে।পঞ্জাবের এক ব্যবসায়ীর প্যারোলের আর্জির শুনানি চলাকালীন বিচারপতি আর এফ নরিমান জানিয়েছেন, দেশের করোনা পরিস্থিতি গুরুতর।
পঞ্জাবের ব্যবসায়ী জগজিৎ সিং চাহালের প্যারোলের মামলার শুনানি চলাকালীন বিচারপতি আর এফ নরিমান এই মন্তব্য করেছেন। ওই ব্যাবসায়ী র প্যারোলে মঞ্জুরি দিয়ে আদালত জানায় কাউকে দ্বিতীয়বার কি করে জেলে ফেরত পাঠানো সম্ভব যেখানে ইতিমধ্যেই কয়দীদের সংখ্যা বেশি।কয়দীদের ফের জেলে পাঠানোর কোনও মানে হয় না।