চেন্নাই, ১৬ জুন (হি. স.): করোনা আক্রান্তের নিরিখে গোটা ভারতে প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে অন্যতম হচ্ছে তামিলনাডু। অন্যদিকে পাল্টা করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার বেশি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী। রাজ্যজুড়ে করোনায় মৃত্যুর হার কম বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার কম।
রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ১৫ জুন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৫০৪।সুস্থ হয়ে উঠেছে ২৫৩৪৪।ফলে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ২০৬৭৮। ৪৭৯ জন রোগীর কো – মরবিডিটি থাকার কারণে মৃত্যু হয়েছে।করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৫৪.৪৯ শতাংশ।