রাজ্যে করোনা আক্রান্ত আরও ১০, সংখ্যা বেড়ে ১০৮৯, সুস্থ ৪৩৩ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ ত্রিপুরায় নতুন করে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের মধ্যে ৯ জন সিপাহ্ত্রজলা এবং ১ জন দক্ষিণ জেলার বাসিন্দা রয়েছেন৷


আজ রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় জানান, ১৫২৯টি নমুনা পরীক্ষায় ১০ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাদের সকলের বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷ এ নিয়ে ত্রিপুরায় মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮৯৷ সুস্থ হয়েছেন ৪৩৩ জন৷
এদিকে, গতকাল ১১৮ জনের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছিল৷ আজ তাদের ভগৎ সিং যুব আবাস থেকে ছুটি দেওয়া হয়েছে৷


করোনা আক্রান্ত আরও ১১৮ জনকে সুস্থ হয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ এইদিন রাজধানীর ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টার থেকে তাদেরকে ছাড়া হয়৷ পর পর দুইবার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর সরকারী নির্দেশিকা মেনে তাদেরকে ছাড়া হয়৷ এইদিন ১১৮ জনকে সুস্থ হয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হলেও আগামি আরও কিছু দিন তারা সকলে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকবে৷


তবে এইদিন যারা ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টার থেকে ছাড়া পেয়েছে তারা এক প্রকার অসন্তোষ ব্যক্ত করে৷ তাদের অভিযোগ তাদেরকে যখন এ্যাম্বুলেন্সে করে ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়েছিল তখন বলা হয়েছিল সুস্থ হয়ে যাওয়ার পর তাদেরকে পুনরায় গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হবে৷ তাই সাথে টাকা পয়সা আনার কোন প্রয়োজন নেই৷ কিন্তু এইদিন তাদেরকে ছাড়া হলেও কোন ধরনের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়নি৷ ফলে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে৷