নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ সাত দফা দাবীতে এডিসি এলাকায় আন্দোলনে নামছি গণমুক্তি পরিষদ৷ সোমবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন, সংগঠনের রাজ্য সভাপতি জীতেন্দ্র চৌধুরী এবং সাধারণ সম্পাদক রাধা চরণ দেববর্মা৷ সাংবাদিক সম্মেলনে রাধাচরণ দেববর্মা বলেন, কিছুদিন আগে সংগঠনের কর্ম পরিষদের সভা হয়েছে৷ বিশেষ করে করোনার জন্য গোটা দেশের মধ্যে এবং আমাদের রাজ্যে অস্বস্তিকর পরিস্থিতি৷ করোনার উদ্বেগজনক ভাবে মাত্রা বাড়ছে৷ রাজ্যের খেটে খাওয়া মানুষ মহামারির মতো আর্থিক সংকটের মহামারিতে পড়েছে৷ এই সময়ের মধ্যে রাজ্য সরকারের কাছে সাত দফা দাবী আমরা উপস্থিত করতে চাইছি৷ আর্থিক ভাবে যেমন কিছুটা সুরাহা মিলবে৷
এই দাবীগুলিকে সামনে রেখে ১৭ জুন থেকে ২৪ জুন পর্যন্ত আন্দোলন জারি থাকবে৷ ৫৮৭ টি ভিলেজ কমিটি, ১০০টি গ্রাম পঞ্চায়েতসহ বিভিন্ন জায়গায় গণমুক্তি পরিষদের আন্দোলন করবে৷ দাবীগুলির মধ্যে রয়েছে, যাদের আয়কর দিতে হয়না সেই পরিবারকে দশকেজি চাল মাথাপিছু প্রতিমাসে, সাড়ে সাত হাজার টাকা পরিবার পিছু প্রতিমাসে দেয়া৷ রেগার মজুরী বাড়ানো৷ কাজ দেওয়ার ব্যবস্থা করা৷ কাজ করলেই হবে না৷ রেগাতে কাজ হচ্ছে কিন্তু মজুরী পাওয়া যাচ্ছে না৷ রেগার কাজ শেষ হওয়ার সাত দিনের মধ্যে মজুরী দিতে হবে৷ কিছু কিছু ক্ষেত্রে দলবাজী করা হচ্ছে৷ রেগর কাজ সবাইকে দিতে হবে৷ যাদের রেশন কার্ড বা জব কার্ড নাই তাদেরও কাজ দেওয়া হোক৷
সাংবাদিক সম্মেলনে জীতেন্দ্র চৌধুরী রাজ্যে করোনা মোকাবিলার ক্ষেত্রে রাজ্য সরকারের কিছু কিছু ক্ষেত্রে গাফিলতির উল্লেখ করেছেন৷ বিশেষ করে বহিঃরাজ্য ও বিদেশ থেকে যারা রাজ্যে আসছেন তাদের সকলের নমুনা পরীক্ষা করা হচ্ছে না৷ তাতে করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে বাড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন জীতেন্দ্র চৌধুরী৷

