নয়াদিল্লি, ১৫ জুন (হি. স.): ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর সোমবার করোনা পরীক্ষার জন্য অ্যান্টিজেন টেস্টিং কিটকে মঞ্জুরি দিয়ে দিয়েছে।সংক্রমিত এলাকাগুলিতে করোনা পরীক্ষার জন্য এই কিট ব্যবহার করা হবে।
এই কিটের বিশেষত্ব হচ্ছে মাত্র ৩০ মিনিটের মধ্যেই করোনার ফলাফল অতি সহজেই জানা যাবে।এর মাধ্যমে কারো পরীক্ষায় যদি করোনা পজেটিভ মেলে তবে তার আর আরটি পিসি আর পরীক্ষা করানোর দরকার নেই। এখনো পর্যন্ত গোটা দেশে আর টি পি সি আর- এর মাধ্যমে করোনা পরীক্ষা হতো। এর টেস্টিং রিপোর্ট আসতে চার থেকে ৫ ঘন্টা সময় লাগত।এতগুলো পরীক্ষার ফলাফল নির্ধারণের জন্য মানুষের হাতের রিপোর্ট পেতে দুই থেকে তিন দিন সময় লেগে যেত।করোনা বিধ্বস্ত দিল্লিতে এর ব্যবহার বিপুল ভাবে করতে হবে।বর্তমান সময় গোটা দেশে দেড় লাখেরও বেশি কিট রয়েছে।