BRAKING NEWS

ভারতে পড়ছে সোনার দাম

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): আন্তর্জাতিক বাজারে চড়লেও ভারতে পড়ছে সোনার দাম । গত সপ্তাহে মোট ০.১২ শতাংশ দর পড়ার পরে সোমবার এমসিএক্স সূচকে ০.৪ শতাংশ পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৭,১৫০ টাকা। পাশাপাশি, ০.৬ শাতাংশ পড়ার ফলে এ দিন প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪৭,৪০৮ টাকা। গত শুক্রবার দাম নেমেছিল কেজিতে প্রায় ৯০০ টাকা।

ভারতে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পরে গয়নার দোকান খুলে গেলেও খদ্দেরের আনাগোনা এখনও বিশেষ নজরে পড়ছে না। গত সপ্তাহে প্রতি আউন্সে ২০ ডলার ছাড় দিয়েও গ্রাহকের দৃষ্টি ফেরাতে ব্যর্থ হয়েছেন ডিলাররা। মনে রাখতে হবে, এ দেশে সোনার দামের মধ্যে অন্তর্গত রয়েছে ১২.৫ শতাংশ আমদানি শুল্ক এবং ৩শতাংশ জিএসটি।

চিনে করোনা সংক্রমণের দ্বিতীয় দফার প্রকোপ শুরুর খবরে সোনার দাম চড়তে শুরু করেছে গত সপ্তাহ থেকেই। এ দিন স্পট গোল্ড সূচকে ০.২ শতাংশ উত্থানের জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৩৩.৪৫ ডলার। গত সপ্তাহে দাম বেড়েছিল ২.৫ শতাংশ এরও বেশি। ওই সূচকে এ দিন রুপোর দর ০.৪ শতাংশ বৃদ্ধির ফলে প্রতি আউন্সের দাম যাচ্ছে ১৭.৫২  ডলার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *