আহমেদাবাদ, ১৫ জুন (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট । সোমবার দ্বিতীয়বার এদিন বিকেল ৪টে নাগাদ ফের ভূমিকম্প হয়েছে। জানা গিয়েছে, রিখটার স্কেলে ৪.১ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে গুজরাটের কচ্ছ অঞ্চল। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় তৃতীয়বার
রবিবার রাতেই ভূমিকম্প অনুভূত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে প্রথমে সোমবার দুপুরে মৃদু তীব্রতার ভূকম্পন অনুভূত হয় গুজরাটে। সোমবার দুপুর ১২.৫৭ মিনিট নাগাদ ভূকম্পন টের পাওয়া যায় গুজরাটের রাজকোট থেকে ৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলের ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৪। কচ্ছ অঞ্চলেও কম্পন টের পাওয়া যায়। এরপরই এদিন বিকেল ৪টে নাগাদ ফের ভূমিকম্প হয় গুজরাটে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.১। ভূজ সিসমোলজি ডিপার্টমেন্ট সূত্রে খবর, বাছাউ অঞ্চলের ৬ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিমে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
এর আগে রবিবার রাত ৮.১৩ মিনিট নাগাদ ৫.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় গুজরাটের রাজকোটের কাছে, কম্পন টের পাওয়া যায় রাজকোট থেকে ১২২ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে। গত ২৪ ঘণ্টায় তিনবার ভূমিকম্প ছাড়াও রবিবার থেকে ১৫ বার আফটার শক বোঝা গিয়েছে গুজরাটে। বেড়েছে আতঙ্ক তবে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।