বদরপুরে উদ্ধার অজ্ঞাতপরিচয়ের লাশ, চাঞ্চল্য

বদরপুর (অসম), ১৪ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত রাজ্যের অন্যতম রেলশহর বদরপুরে রবিবার অজ্ঞাতপরিচয় বছর ৪৫-এর জনৈক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। বদরপুর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বদরপুর চৌমাথায় এই লাশ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শহরে।

ব্যস্ততম শহরের ৬ নম্বর জাতীয় সড়কের কালভার্টের নীচে উপুড় করা একটি লাশ দেখে প্রত্যক্ষদর্শী জনগণ সঙ্গে সঙ্গে নিকটবর্তী বদরপুর থানায় জানান। খবর পেয়ে লোক-লশকর নিয়ে আসে বদরপুর থানার পুলিশ। তাঁরা লাশটি উদ্ধার করেন। ব্যক্তিটির পরনে ছিল কালো রঙের টি শার্ট ও কলো রঙের ফুল প্যান্ট। মৃতদেহের কাপড়ে তাল্লাশি চালিয়ে কোনও পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ। আনুমানিক ৪৫ বছরের ব্যক্তির দেহে কোনও ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের অনুমান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি নেশা করে রাতের অন্ধকারে নালায় পড়ে মারা গেছেন। বদরপুর পুলিশ লাশটি করিমগঞ্জ সরকারি হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য।

এদিকে একাংশ জনতার বক্তব্য, বর্তমানে নৈশ কারফিউর সুযোগে দুষ্কৃতীরা হয়তো তাকে অন্য কোথাও খুন করে প্রমাণ বা লাশ গায়েব করতে এই কালভাৰ্টটিকে বেছে নিয়েছে। তাই রাতের আঁধারে লাশটি এখানে ফেলে দিয়ে দুষ্কৃতীরা গা ঢাকা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *