নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.): করোনার মারণ দৌড় অব্যাহত উত্তরপ্রদেশে। এই অতিমারীতে আক্রান্ত প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা বর্ষীয়ান সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব ভাইপো ধর্মেন্দ্র যাদব। বর্তমানে সইফাই মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন বদায়ুর এই প্রাক্তন সাংসদ। এই খবর পেয়ে চিন্তার ভাজ পড়েছে সমাজবাদী নেতৃত্বের কপালে। বিগত চারদিন ধরে জ্বর হচ্ছিল ধর্মেন্দ্রর।পরে শনিবার গভীর রাতে তার লালারসের নমুনা পজিটিভ আসে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার সংস্পর্শে আসা ব্যাক্তিদের একান্তবাসে পাঠানো হয়েছে।
2020-06-14

