BRAKING NEWS

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে স্তম্ভিত বলিউড থেকে টলিউড

কলকাতা, ১৪ জুন ( হি স) : সুশান্ত হারা হল সিনে দুনিয়া । রবিবার সকালে যেন আকাশ ভেঙে পরেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী হলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতার মৃত্যুতে বলিউড-টলিউড থেকে। রবিবার সকাল মুম্বইয়ের বান্দ্রা এলাকায় নিজস্ব ফ্ল্যাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷ পুলিশের প্রাথমিক অনুমাণ, এটি আত্মহত্যার ঘটনা ৷ তবে কী কারণে অভিনেতা আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি। অভিনেতার মৃত্যুতে টুইট করে অভিনেতা রিতেশ দেশমুখ লিখেছেন, ‘ স্তম্ভিত।কোন ভাষা নেই।সুশান্ত সিং রাজপুত আর নেই।গভীর শোকাহত। অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকি লিখেছেন, ‘ আমি এটা বিশ্বাসই করতে পারছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ।একজন ভালো অভিনেতা ভালো বন্ধু। আমার আত্মার শান্তি হোক বন্ধু’। পরিচালক রাজ চক্রবর্তী লিখেছেন, ‘আরও একটি বেদনাদায়ক খবর। সুশান্ত সিং রাজপুত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এটা একদম মানতে পারছিনা। খবরটা পেয়ে খুবই খারাপ লাগছে’। অন্যদিকে অভিনেতা দেব লিখেছেন, ‘ খুব তাড়াতাড়ি চলে গেলেন। রেস্ট ইন পিস ‘। ২০১৩ সালে সুশান্ত সিং রাজপুত অভিষেক কাপুরের ‘কোই পো চে ‘ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। এরপর একের পর এক ভালো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা। ধোনির বায়োপিকে অভিনয় করে দর্শকদের মনে অন্যতম জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। রাবতা, ছিছরে, কেদারনাথ সহ সিনেমাতে অভিনয় দক্ষতা দেখিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত।কিন্তু হঠাৎই এদিন আত্মঘাতী হলেন অভিনেতা কিন্তু কেন সেই প্রশ্নের উত্তর এখন অধরা। জানা যাচ্ছে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। চলছিল চিকিৎসা ও।প্রাথমিক তদন্তে, ঘর থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মেডিক্যাল রিপোর্ট ৷ উল্লেখ্য , পাঁচ দিন আগে গত ৮ জুন সোমবার আত্মহত্যা করেছিলেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। মুম্বইয়ের মালাডের একটি বহুতল আবাসনের ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন দিশা। তাঁকে বরিভেলির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। তখন একটি পোস্টও করেছিলেন সুশান্ত নিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *