বিহার সীমান্তের কাছে নেপাল পুলিশের গুলিতে মৃত্যু একজনের, আহত দু’জন

পাটনা, ১২ জুন (হি.স.): ভারত-নেপাল সীমান্তের কাছে, বিহারের সীতামারি জেলায় নেপাল পুলিশের গুলিত প্রাণ হারালেন একজন  ভারতীয় নাগরিক। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন ভারতীয় নাগরিক। এছাড়াও একজন ভারতীয় নাগরিককে আটক করেছে নেপাল সুরক্ষা বাহিনী। সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর পাটনা ফ্রন্টিয়ারের আই জি সঞ্জয় কুমার জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা এবং নেপালের আর্মড পুলিশ ফোর্সের মধ্যে বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের এবং দু’জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নেপালের দিক থেকে গুলি ছোঁড়ার কারণেই মৃত্যু হয়েছে একজনের। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং এসএসবি। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।


এসএসবি-র ডিজি কুমার রাজেশ চন্দ্র জানিয়েছেন, শুক্রবার সকাল ৮.৪০ মিনিট নাগাদ একটি পরিবার নেপালের দিকে যাচ্ছিল। নেপালের সুরক্ষা বাহিনী সীমান্তেই তাঁদের আটকে দেয় এবং ফিরে যেতে বলে। এরপর বচসা শুরু হয়। প্রায় ১৫ রাউন্ড গুলি চালায় (১০ রাউন্ড শুন্যে) নেপাল সুরক্ষা বাহিনী, তাতে তিনজন আহত হয়েছিলেন, ওই তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। একজনকে আটক করা হয়েছে। নেপাল ভূখণ্ডেই সমগ্র ঘটনা ঘটেছে, ভারতে নয়।