ছোট ব্যবসায়ীদের বড় স্বস্তি দিল জিএসটি কাউন্সিল, দেরিতে ফি মওকুফ ও সুদে ছাড়

নয়াদিল্লি,  ১২  জুন   (হি.স.) : ক্ষুদ্র করদাতাদের এবার বড়সড় স্বস্তি দিল জিএসটি কাউন্সিল। বর্তমানে ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে দেরিতে কর জমা দেওয়ার ক্ষেত্রে জরিমানার হার কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ছোট ব্যবসায়ীদের দেরিতে জিএসটি রিটার্ন দাখিল করলে অর্ধেক অর্থাৎ ৯ শতাংশ হারে জরিমানা দিতে হবে। সেইসঙ্গে মে থেকে জুলাইয়ের মধ্যে দেরি করে জিএসটি ফাইলিং করলে কোনও জরিমানা দিতে হবে না। শুক্রবার কাউন্সিলের বৈঠক শেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এ তথ্য জানান।রাজ্যে গুলির পরমর্শ মতোই বর্তমানে এই পথে হাঁটতে চলেছে কেন্দ্র।  

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থিততে শুক্রবার কাউন্সিলের বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে। এ দিনের বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, “জিএসটি সংগ্রহ প্রায় ৪৫% কমে এসেছে। যার জেরে রাজ্য গুলির ক্ষতিপূরণের বিষয়ে জটিলতা আরও বেড়েছে। প্রয়োজনে রাজ্য গুলি বাজার থেকে ঋণের মাধ্যমে টাকা তোলারও প্রস্তাব দেয়। এই সমস্যাটি নিয়ে বিশদে আলোচনা করতে কাউন্সিল আবার জুলাইয়ে বৈঠকে বসবে।” এদিকে গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যগুলিকে ৩৬ হাজার ৪০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল বলে জানা যাচ্ছে।

একই সাথে ২০১৭ সালের জুলাই মাস থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত কেউ জিএসটি না করলে কোনও আর্থিক জরিমানা করা হবে না বলেও জানানো হয়েছে। অন্যদিকে যে সমস্ত সংস্থা ওই সময়কালের মধ্যে জিএসটিআর-৩বি দাখিল করে আয় কর জমা করেননি, তাঁদের ক্ষেত্রে আর্থিক জরিমানার পরিমাণ কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে বলেও জানা যাচ্ছে। ২০১৭ সালের ১ জুলাই থেকে এ ধরনের সংস্থাগুলির ক্ষেত্রে বিলম্বিত রিটার্নের জন্য ১,০০০ টাকা জরিমানা করা হতো বলে খবর।

লকডাউনের পরে জিএসটি কাউন্সিলের চল্লিশতম সভা প্রথমবারের মতো অনুষ্ঠিত হল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে বৈঠকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ছাড়াও অন্যান্য রাজ্য এবং দেশের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অর্থ মন্ত্রীরাও এই সভায় অংশ নিয়েছিলেন।