BRAKING NEWS

খোয়াইয়ে ছাত্রীকে ধর্ষণের দায়ে ধৃত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ খোয়াই থানা এলাকার আঠাই বাড়িতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কর্থর দেববর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ তার বিরুদ্ধে পসুক ধারায় মামলা হয়েছে৷


জানা গেছে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর অসহায়ত্বের সুযোগ নিয়ে ওই যুবক তাকে ধর্ষণ করে৷ এ ব্যাপারে ধর্ষিতা নাবালিকার পরিবারের তরফ থেকে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ ঘটনার পর থেকে অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছিল৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় থানার পুলিশ তাকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ অভিযুক্ত ওঠো শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ এই নারকীয় ঘটনাকে কেন্দ্র করে আঠাই বাড়ি এলাকায় তীব্র ক্ষোভ ধূমায়িত হচ্ছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *