BRAKING NEWS

বটতলা ব্রিজের কাছে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ ফর একবার রাজধানীর বুকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য৷ শুধু লকডাউনের মধ্যেই শহর এবং আশপাশ এলাকায় এধরণের বেশ কয়েকটি ঘটনা ঘটে গেল৷ এবার বটতলা ব্রিজ সংলগ্ণ এলাকা থেকে উদ্ধার হয়েছে এক বয়স্ক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ৷


ঘটনাটি নিয়ে স্থানীয় মানুষ জানায়, মঙ্গলবার বিকেলে সেই জায়গায় দীর্ঘ সময় ধরে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়৷ প্রথমে কোন ভবঘুরে শুয়ে রয়েছে বলে মনে করা হয়৷ কিন্তু পাশে গিয়ে সেই ব্যক্তির কোন সাড়া শব্দ পাওয়া না যাওয়ায় বটতলা ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়৷ এর পাশাপাশি পরিচিত কিছু মানুষ সেই ব্যক্তির বাড়িতে খবর দেয়৷ খবর পেয়ে মৃত ব্যক্তির ছেলে ঘটনাস্থলে আসে৷

প্রাথমিক তদন্তের পর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়৷ জানা যায়, মৃত ব্যক্তির নাম কল্যাণ সিং৷ তার বাড়ি এডিনগরের লোকনাথ চৌমুহনী এলাকায়৷ কি কারণে তার মৃত্যু হয়েছে সেটা জানার জন্য তদন্তে নেমেছে পুলিশ৷ তবে মনে করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে এই ব্যক্তির৷ দেহে কোন আঘাতের চিহ্ণ প্রত্যক্ষ করা না গেলেও ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *