BRAKING NEWS

বিশালগড়ে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী দশম পড়ুয়া ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ জুন৷৷ দশম শ্রেণির পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছে৷ মঙ্গলবার বিশালগড়ের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেবারিয়া এলাকায় নিজের বাড়ি থেকে দমকল কর্মীরা এই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ওই ছাত্রীর আত্মহত্যার কারণ কেউ খুঁজে পাচ্ছেন না৷ দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর নাম দেবশ্রী রায়৷ কড়ইমুড়া দ্বাদশ বিদ্যালয়ের ছাত্রী ছিল সে৷ পড়াশুনায় দেবশ্রী খুব ভালো ছিল৷ তার মা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের সদস্য৷


দেবশ্রীর মা বলেন, প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলাম৷ ফিরে এসে দেখি দেবশ্রী ফাঁসিতে ঝুলে রয়েছে৷ তখন তিনি চিৎকার দিয়ে মেয়েকে নীচে নামিয়ে ফেলেন৷ তিনি জানান, তখনও মেয়ের দেহে প্রাণ ছিল৷ কিন্তু হাসপাতালে আনার পথে সে মারা যায়৷ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *