নয়াদিল্লি, ৮ জুন (হি. স.): দেশের সার্বিক উন্নয়ন এবং আত্মনির্ভরতার জন্য ক্রমাগত কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর থেকে পাওয়া যাচ্ছে ইতিবাচক ফল।কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা সংখ্যালঘুদের মধ্যে বিভ্রান্তি ও ভয় ছড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী মুক্তার আব্বাস নাকভী।
সোমবার উত্তরপ্রদেশে বিজিপির সংখ্যালঘু সেলের কার্য কর্তাদের সঙ্গে আলাপচারিতায় বক্তব্য রাখতে গিয়ে মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন, বিগত ছয় বছরে দলীয় রাজনীতি থেকে রাষ্ট্রনীতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজের সার্বিক উন্নয়নের পাশাপাশি সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে বিগত ছয় বছরে। দেশের সার্বিক উন্নয়নের সবার অংশীদারিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে।দেশের দরিদ্র শ্রেণীর মানুষের উন্নয়নের কথা বলতে গিয়ে মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন, সকল মানুষের মধ্যে খুশি, দেশবাসীর সুখের জন্য সংকল্পবদ্ধ হয়ে কাজ করে গিয়েছে কেন্দ্রীয় সরকার।ফলে সমাজের সকল স্তরের মানুষের উন্নতি সাধন হয়েছে।কিন্তু আমাদের দেশে এমন কিছু সংগঠন সংগঠন ও ব্যক্তি রয়েছে যাদের মধ্যে নিচু মানসিকতা কাজ করে। তাই তারা বিরোধিতা করে চলেছে।
অন্যদিকে, দেশ রচনাত্মক বা সৃষ্টিশীল মানসিকতা নিয়ে এগিয়ে চলেছে।