গুয়াহাটি, ৯ জুন (হি.স.) : গুয়াহাটি মহানগরে আরও একজন চিকিৎসকের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। তিনি আর্য হাসপাতালের চিকিৎসক ডা. বুলেন ফুকন। বৰ্তমানে তাঁকে মহানগরীর মহেন্দ্ৰ মোহন চৌধুরী হাসপাতালে ভরতি করা হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা।
গত কয়েকদিন থেকে সামান্য জ্বরে ভুগছিলেন ডা. ফুকন। তাই সন্দেহের বশে তাঁর সোয়াব সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। সোমবার রাত সাতটায় তার রিপোর্ট এসেছে। তাতে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন তাঁকে মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে জানান হাসপাতালের সুপারিনটেডেন্ট ডা অভিজিত শৰ্মা। তিনি জানান, সম্প্রতি আমিরলাল যাদব নামের করোনা আক্ৰান্ত জনৈক রোগীর সংস্পৰ্শে এসেছিলেন বলে সন্দেহ করছেন তাঁরা।
ডা. অভিজিত শর্মা আরও জানান, ডা. বুলেন ফুকন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সোয়াব টেস্ট করেছিলেন। কিন্তু সে সময় তিনি পিপিই কিট পরেননি। তবে বৰ্তমানে ডা. বুলেন ফুকনের শারীরিক অবস্থা সুস্থ এবং তাঁর জ্বরের কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন ডা. শৰ্মাই।
এদিকে চিকিৎসক বুলেন ফুকনের পত্নীও জ্বর এবং মাথাব্যথায় আক্ৰান্ত হয়েছেন বলে জানা গেছে। আজ তাঁরও সোয়াব সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ডা. বুলেন ফুকনের বাসস্থান খ্ৰিস্টানবস্তিতে অবস্থিত অমরাবতী প্যালেস অ্যাপাৰ্টমেন্টকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে কামরূপ মহানগর জেলা প্ৰশাসন।