জনসংবাদের জন্য রাজনীতি করে বিজেপি, দাবি অমিত শাহর

নয়াদিল্লি, ৮ জুন (হি. স.):  শুধু ক্ষমতায় আসার জন্য নয়।জনসংবাদের জন্য রাজনীতি করে চলেছে বিজেপি বলে সোমবার দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জনগণের সমস্যা জানার চেষ্টা করে চলেছে বিজেপি। জনস্বার্থে জড়িত ইস্যুগুলিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে তা সমাধানে সচেষ্ট দল। সামাজিক দূরত্বের মধ্যেও জনগণের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়নি বিজেপির বলে দাবি করেছেন তিনি। সোমবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ওডিশা জনসংবাদ ভার্চুয়াল র‍্যালিতে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ” আমি ওডিশার ভূমি এবং পুরীর জগন্নাথ দেবকে শ্রদ্ধা জানাই। পরম্পরাগতভাবে আত্মস্বাধীনতাকে সর্বদা ওডিশাবাসী গুরুত্ব দিয়ে এসেছে। জনসংবাদ করার যে পথ বিজেপি সভাপতি জগত প্রকাশ নাড্ডা দেখিয়েছেন তা বিশ্ব রাজনীতির পক্ষে শিক্ষণীয়। এমন পরিস্থিতিতে দেশের গণতন্ত্রকে জোরদার করে চলেছে বিজেপি।”

লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ টেনে এনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর সম্ভব ছিল না। সেই সময় এই সকল শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছিল বিজেপির কার্যকর্তা। তাদের বাসস্থান এবং খাদ্য দিয়ে সহায়তা করা হয়েছিল। বিজেপি কার্যকর্তারা ১১ কোটি মানুষের হাতে খাবার তুলে দিয়েছিল। ওডিশাবাসীর প্রতি নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করে অমিত শাহ জানিয়েছেন, ওডিশাবাসীর আশীর্বাদ বিজেপির পক্ষে রয়েছে। ৯১ লাখের বেশি মা, বোন, ভাইদের আশীর্বাদ মোদী সরকারের পাশে রয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে অমিত শাহ জানিয়েছেন, দারিদ্রতা হঠানোর শুধুমাত্র স্লোগান দিয়ে গেছে কংগ্রেস।পরিবারতন্ত্র, তোষণের রাজনীতি করে গিয়েছে কংগ্রেস।প্রধানমন্ত্রী জন ধন যোজনা থেকে উপকৃত হয়েছেন ৯১ কোটি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *