নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ বিভেদ ভুলে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ রবিবার চারটি বাম ছাত্র যুব সংগঠন আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রবিবার রাজধানীর বিজয় কুমার গার্লস সুকলে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ যুবক ও ছাত্রদের রক্তদানে উৎসাহিত করার জন্যই প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন রক্তদান শিবিরে উপস্থিত হন৷
রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন রক্তদান সবচেয়ে বড় সামাজিক ও মানবিক কাজ, এর চেয়ে ভালো কাজ আর কিছু হতে পারে না৷ দেশের এবং রাজ্যের এই সংকটময় মুহূর্তে প্রত্যেকটি রক্তদানে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি৷ বিশেষ করে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী, সমাজসেবী ও সামাজিক সংগঠন গুলিকে রক্তদানে আরো বেশি সংখ্যায় এগিয়ে আসতে পরামর্শ দিয়েছেন তিনি৷ মানিকবাবু বলেন রক্তের বিকল্প কিছু নেই, একমাত্র রক্তদানের মধ্য দিয়ে রক্তের ঘাটতি পূরণ করা সম্ভব৷ বর্তমানে রাজ্যের প্রতিটি ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে এই সঙ্কট মোকাবেলায় ছাত্র যুব সহ সকলের সহযোগিতা খুবই জরুরী৷
উল্লেখ্য সম্প্রতি রামনগরে ছাত্র যুব সংগঠনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে এক অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়েছিল৷ এদিনও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদান শিবিরের উদ্বোধন করেছিলেন৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে মানিকবাবু চলে যাওয়ার পর রক্তদান শিবিরের উদ্যোক্তাদের ওপর হামলা সংগঠিত করা হয়৷ সেদিনের এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করেছেন বিরোধীদলীয় নেতা মানিক সরকার৷ এ ধরনের ঘটনা কোনভাবেই বাঞ্ছনীয় নয় বলেও তিনি মন্তব্য করেন৷
যারা সেদিন রক্তদান শিবিরের আয়োজকদের ওপর হামলা সংগঠিত করেছে তাদের চেয়েও বড় অপরাধী যারা তাদেরকে প্রশ্রয়, আশ্রয় দিয়েছে এবং প্ররোচিত করেছে৷ এ ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে রক্তদানের মতো মহৎ কাজ থেকে পিছিয়ে না থাকার জন্য ছাত্র-যুব সহ সকল অংশের জনগণের প্রতি বিরোধী দলনেতা আহ্বান জানিয়েছেন৷

