BRAKING NEWS

জিরানীয়ার উত্তম দেববর্মা খুনের মামলায় গ্রেপ্তার স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ জিরানিয়া থানা এলাকায় উত্তম দেববর্মার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে বিশেষ সাফল্য পেল জিরানিয়া থানার পুলিশ৷ শুক্রবার মৃতদেহ উদ্ধারের পর পুলিশ একটি খুনের মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে৷ এরই ভিত্তিতে জিরানিয়ার এসডিপিও সুমন মজুমদারের নেতৃত্বে পুলিশ শনিবার দিন গ্রেপ্তার করে মৃত ব্যক্তির স্ত্রী বীণা রাণী দেববর্মাকে৷ গ্রেপ্তারের পর তাকে একদফায় জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ৷ শনিবারই ধৃত মহিলাকে রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ৷


সূত্রে জানা যায়, স্বামীর মৃতদেহ উদ্ধারের পরও নির্বিকার ছিল তার স্ত্রী৷ এমনকি থানায় কোন মামলাও দায়ের করেনি সে৷ এতে তার দিকেই সন্দেহের তির যায় তদন্তকারীদের৷ সামাজিক অপরাধের ঘটনা পিছু ছাড়ছে না রাজ্যে৷ বিশেষ করে নারী ঘটিত অপরাধের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে৷ এরমধ্যেও ব্যতিক্রমী কিছু অপরাধের ঘটনা ঘটে চলছে রাজ্যের নানা জায়গায়৷ এই অবস্থায় এবার স্বামীকে খুনের দায়ে অভিযোগের কাঠগড়ায় দাঁড়াতে হলো স্ত্রীকে৷ এমনই একটি ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো জিরানিয়া থানাধীন খুমতিয়া এলাকা৷


ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে এই এলাকায় এক অপরিচিত মানুষের মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন৷ যথারীতি সেই খবর পেয়ে চম্পকনগর আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে যায়৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে মৃতদেহটি এলাকারই ৪৬ বছরের উত্তম দেববর্মার৷ তার দেহে একাধিক আঘাতের চিহ্ণ প্রত্যক্ষ করে পুলিশ৷ পরবর্তী সময়ে তদন্ত শেষে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের লোকজনদের এই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ৷


এদিকে সকালে ঘটনা হলেও রাত পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা না হওয়ায় সন্দেহ বাড়ে পুলিশের৷ ঘটনার গুরুত্ব বুঝে উত্তম দেববর্মার অস্বাভাবিক মৃত্যু রহস্য উন্মোচন করতে নিজেই ময়দানে নামেন জিরানিয়ার তরুণ এসডিপিও সুমন মজুমদার৷ উত্তমের মৃত্যুতে নেওয়া হয় ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা৷ যার নম্বর ২৬/২০২০৷ তদন্তে নেমে পুলিশের সন্দেহের তির প্রথমেই যায় নিহত ব্যক্তির স্ত্রী বীণা রাণী দেববর্মার দিকেই৷ যথারীতি এবিষয়ে কিছু তথ্য প্রমাণ হাতে আসতেই পুলিশ দেরী না করে শনিবার সকালেই বাড়ি থেকে গ্রেপ্তার করে মৃতের স্ত্রী বীণা রাণীকে৷ গ্রেপ্তারের পর অভিযুক্ত মহিলাকে থানায় আনার পর কয়েক দফায় জিজ্ঞাসাবাদ চালান তদন্তকারী অফিসার সহ অন্যান্য পুলিশ কর্তারা৷ পাশাপাশি রিমান্ড চেয়ে এদিনই ধৃত বীণা রাণীকে আদালতে সোপর্দ করে পুলিশ৷ রিমান্ডে এনে তাকে আরো জিজ্ঞাসাবাদ চালালে খুনের রহস্য জানা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জিরানিয়ার মহকুমা পুলিশ আধিকারিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *