নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি/আগরতলা, ৬ জুন৷৷ পৃথক স্থানে বিদ্যুৎ লাইন সংস্কার করতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন আরও দুজন৷ বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে গুরুতর আহত হয়ে পরবর্তীতে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন কদমতলা থানাধীন পশ্চিম ইছাই লালছড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অস্থায়ী বিদুৎকর্মী জনৈক মানিক দাস (৪৫)৷ ঘটনা পশ্চিম ইছাই লালছড়া এলাকায় শনিবার সকাল দশটা নাগাদ সংঘটিত হয়েছে৷ আজ সন্ধ্যারাতের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন পশ্চিম ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের টুলগাঁও এলাকায় গতকাল রাতে বিদ্যুৎ পরিবাহী লাইনের উপর ঝাড় থেকে বেশ কয়েকটি বাঁশ পড়েছিল৷ তাই সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ আজ সকাল থেকে ধর্মনগর বিদ্যুৎ দফতরের আওতাধীন পশ্চিম ইছাই লালছড়া এলাকার সাব কন্েন্টকটার সুশীল নাথের নেতৃত্বে অস্থায়ী কর্মীরা বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজে হাত লাগান৷
সকাল আনুমানিক ১০ টা নাগাদ ওই এলাকার বিদ্যুতের লাইন সারাই করে টুলগাঁও এলাকায় লালছড়া-বকবকির প্রধান সড়কের পাশে জনৈক খোকা দাসের ছেলে ধর্মনগর বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী মানিক দাস একটি মই নিয়ে বিদ্যুতের খুঁটিতে চড়ে লাইনে পড়া বাঁশ সরাতে থাকেন৷ আচমকা বিদ্যুতের খুঁটির উপরে মই থেকে পা পিছলে তিনি নীচে পাকা রাস্তার উপর পড়ে যান৷ এতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি৷ ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য কর্মীরা সঙ্গে সঙ্গে খবর দেন প্রেমতলা দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর গাড়ি অকুস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত মানিক দাসকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ধর্মনগর জেলা হাসপাতালেই আজ সন্ধ্যারাত প্রায় আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মানিক৷
কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে জানা গেছে, খুঁটির উপর থেকে পিচ রাস্তায় পড়ে মানিকের মাথা ফেটে গিয়েছিল৷ তাছাড়া তাঁর শরীরের বুক ও পিঠে গুরুতর চোট লেগেছে৷ এদিকে কদমতলা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷
এদিকে, রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বুধজং নগর থানার কইতোরাই এলাকায় শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ অপর দু’’জন গুরুতরভাবে আহত হয়েছেন৷ মৃতের নাম কিশোর মল্লিক৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতরা হলো রাজু মিয়া এবং নুর ইসলাম৷ আহত দুজনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ শনিবার সকাল নাগাদ একটি গাছ কাটার সময় উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের সঙ্গে গাছের ডাল স্পর্শ হওয়ায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ নিগমের কর্মীরা পুলিশ সহ সার্ভিসের কর্মীরা৷ ঘটনাস্থল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় এবং অপর আহত দুই যুবককে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অসাবধানতার কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে৷