হাফলং (অসম), ৬ জুন (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইনে ট্রেন চলাচল এখনও অনিশ্চিত। কবে নাগাদ পাহাড় লাইনে পুনরায় ট্রেন চলাচল সচল হবে এ নিয়ে নিশ্চিত করে এখনও কিছু বলতে পারছেন না উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। এমনই উদ্বেগের কথা শুনালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের সিনিয়র জনসংযোগ অফিসার নৃপেন্দ্র ভট্টাচার্য।
শনিবার রেলের জনসংযোগ অফিসার নৃপেন্দ্র ভট্টাচার্য বলেন, এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়, কবে নাগাদ লামডিং-বদরপুর পাহাড় লাইনের ব্রডগেজ রেলপথে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। তিনি বলেন, বর্তমানে পাহাড় লাইনের ধস বিধ্বস্ত এলাকার যা অবস্থা এতে আগামী এক সপ্তাহ অর্থাৎ ১৫ জুনের আগে রেলপথ সচল হওয়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে। তবে রেলকর্মীরা প্রচণ্ড বৃষ্টিপাতকে উপেক্ষা করে রেলপথকে সচল করে তুলতে দিন রাত এক করে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলছেন। তবে ডিমা হাসাও জেলায় নাগাড়ে বৃষ্টির দরুন কাজে বাধার সৃষ্টি হচ্ছে এবং অনেক স্থানে নতুন করে ধস নামছে বলেও জানান নৃপেন্দ্র ভট্টাচার্য।
এদিকে লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথের মুপা-মাইবাং, ফাইডিং-দাওটুহাজা ও মাইগ্রেনডিসায় ধস নেমে গত ছয়দিন থেকে পাহাড় লাইন বন্ধ হওয়ার জেরে দক্ষিণ অসম সহ ত্রিপুরা, মণিপুরের জিরিবাম ও মিজোরামের ভৈরবীর উদ্দেশ্যে পণ্য সামগ্রী পরিবাহী মালগাড়ি বিভিন্ন স্থানে আটকে পড়েছে। তাই এবার দক্ষিণ অসম সহ ত্রিপুরা মণিপুর ও মিজোরামে যাতে খাদ্য সঙ্কট দেখা না দেয় তার জন্য ওই সব রাজ্যের সরকারের সঙ্গে আলোচনা করে সড়ক পথে পণ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করছে উত্তর পূর্ব সীমান্ত রেল, জানান উত্তরপূর্ব রেলের সিনিয়র জনসংযোগ অফিসার নৃপেন্দ্র ভট্টাচার্য।

