দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ৬ জুন (হি. স.):  করোনা পরিস্থিতিতে সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের নগদ দিয়ে কোনও অর্থ সাহায্য না করায় দেশের অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে চলেছে।  সরকারের এই উদাসীনতাকে নোটবন্দী ২.০ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। শনিবার একটি খবরের লিংক শেয়ার করে রাহুল গান্ধী টুইটারে লেখেন সরকার সাধারণ মানুষ এবং এমএসএমই – কে আর্থিক সাহায্য না করে দেশের অর্থ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এটি নোট বন্দী ২.০।

করোনা মোকাবিলার জেরে দেশজুড়ে জারি হওয়া লকডাউনের সময় শ্রমজীবী এবং সাধারণ মানুষের আর্থিক দুর্গতির প্রসঙ্গ তুলে কেন্দ্রকে সাধারণ মানুষদের হতে টাকা তুলে দেওয়া দেওয়া কথা কংগ্রেস বলেছিল। শ্রমজীবী মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আগামী ছয় মাসের জন্য ৭৫০০ টাকা এবং অবিলম্বে ১০ হাজার টাকা দেওয়ার দাবি করা হয়ে ছিল।