নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ করোনা-র প্রকোপে এ বছর জগন্নাথের স্নানযাত্রা হবে নিয়ম রক্ষা মাত্র৷ শুধু তা-ই নয়, জগন্নাথের রথযাত্রাও মহা ধুমধামের সাথে পালিত হবে না৷ আজ বৃহস্পতিবার আগরতলায় শ্রীশ্রী জগন্নাথজিউ মন্দির কমিটির সম্পাদক ভক্তিকমল মহারাজ এ-কথা জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেছেন, জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছিল ঠিকই৷ কিন্তু আজ থেকে পুনরায় মন্দির জনসাধারণের জন্য বন্ধ থাকবে৷ কারণ, মন্দির খোলা থাকলে পারস্পরিক দূরত্ব বজায় থাকে না৷
এদিন মন্দির কমিটির সম্পাদক জানান, করোনা-র প্রকোপে আমরা মঠবাসী কেউই মন্দিরের বাইরে সচরাচর যাচ্ছি না৷ বিশেষ প্রয়োজনে দুয়েকজন বাইরে যান৷ তাঁর কথায়, অন্যান্য বছরের ন্যায় জগন্নাথের স্নানযাত্রা কেবল নিয়ম রক্ষায় হবে৷ আমরা সকলে মাস্ক, গ্লাভসপরে স্নানযাত্রায় অংশ নেব৷ তাতে, জনসাধারণের অংশগ্রহণ হবে না৷ তিনি জানান, শীর্ষ কর্তৃপক্ষের নির্দেশ মেনেই এই আয়োজন করা হচ্ছে৷ দেশের অন্য প্রান্তেও একইভাবে পালিত হবে৷
তিনি বলেন, জগন্নাথের রথযাত্রাও হবে নিয়ম রক্ষার জন্য৷ কোনও অনাড়ম্বর আয়োজন হবে না এ-বছর৷ তাঁর কথায়, অন্যান্য বছর মেলা বসে মন্দিরের সম্মুখে৷ এ-বছর মেলা বসবে না৷ সাথে তিনি যোগ করেন, জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছিল৷ কিন্তু, পারস্পরিক দূরত্ব বজায় থাকছে না, তাই আজ থেকে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷