বাইক ও জীপের সংঘর্ষে আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২ জুন৷৷ বাইক ও কমান্ডার গাড়ির সংঘর্ষে আহত এক৷ ঘটনা মঙ্গলবার দুপুরে বিলোনীয়া ওরিয়েন্টাল ক্লাব সংলগ্ণ দক্ষিন জেলা ছঞ্ঝ কোয়াটারের সামনে৷আহত বাইক চালকের নাম দীলিপ নন্দী৷ বাড়ী ঈশানচন্দ্র নগর৷আহত বাইক চালক বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷


ঘটনার বিবরনে জানা যায় দিলীপ নন্দী টিআর ০৮ এ- দ্বস৯৯৬৮ এই নম্বরের বাইক নিয়ে বনকর থেকে শহরের দিকে আসছিল, অন্যদিকে পশ্চিম পাহাড় থেকে টিআর ০১-২১৭৭ এই নম্বরের কমান্ডার গাড়িও শহরের দিকে আসছিল৷ ওরিয়েন্টাল ক্লাব সংলগ্ণ পুলিশ সুপারের কোয়াটারের সামনেই কমান্ডারের সাথে বাইক সজোরে ধাক্কা লেগে বাইক আরোহী দিলীপ নন্দী ছিটকে পড়ে গুরুত্বর ভাবে আহত হয় মাটিতে পড়ে থাকে৷ দুর্ঘটনা হওয়ার সাথে সাথে পুলিশ সুপারের কোয়াটারে কর্মরত পুলিশ কর্মীরা এই ঘটনা থানাতে খবর দেওয়ার পর পুলিশ এসে কমান্ডার গাড়ি সহ চালকে থানায় নিয়ে যায়৷পুলিশ আসার আগেই আহত দিলীপ নন্দীকে বিলোনিয়া হাসপাতালে এক ভবঘুরে অটোরিকশা করে তুলে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করানোর পর গুরুতর অবস্থা দেখে জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়৷