নয়াদিল্লি, ৩ জুন (হি. স.): ওয়েস্টার্ন এয়ার কমান্ড এর এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ এয়ার মার্শাল বি সুরেশ বুধবার পঞ্জাবে বায়ুসেনা ঘাঁটি হলবারা পরিদর্শনে আসেন। সেখানে তাকে স্বাগত জানান এয়ার ফোর্স স্টেশনের এয়ার অফিসার কমান্ডিং এয়ার কমোডর এ ভদ্র। পঞ্জাবের হলবারা বায়ুসেনার বিমান ঘাঁটি সবথেকে পুরনো এবং প্রথম শ্রেণীর এয়ার বেস হিসেবে পরিচিত।
১৯৬৫ এবং ১৯৭১ সালের ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়েছিল বায়ুসেনার এই বিমান ঘাঁটি। এই বিমানঘাঁটিতে রয়েছে বায়ুসেনার ২২০ নম্বর স্কোয়াড্রন এবং সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান বিশিষ্ট ২২১ নম্বর স্কোয়াড্রন।নিজের সফরে বি সুরেশ গোটা বিমানঘাঁটির প্রস্তুতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখেন। বিমান ঘাঁটিতে করোনার বিরুদ্ধে নেওয়া যাবতীয় পদক্ষেপ তিনি খতিয়ে দেখেন। বর্তমানে যে প্রতিরক্ষা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সকল বায়ুসেনা কর্মী এবং জওয়ানদের সুস্থ এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি এই সকল জওয়ানদের সাহসিকতার প্রশংসা করেছেন। তার কথায় সম্পদের সঠিক ব্যবহার এবং সর্তকতা একান্তভাবেই জরুরি।