আত্মনির্ভর করার লক্ষ্যেই মেক ইন ইন্ডিয়া, দাবি রবিশংকরের

নয়াদিল্লি, ২ জুন (হি. স.):  মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে ভারতকে এক নম্বর স্থানে নিয়ে যাওয়ার পাশাপশি বৈদ্যুতিক উৎপাদন এবং সেই সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনে গতি আনার লক্ষ্যের তিনটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ হাজার কোটি টাকা। মঙ্গলবার ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ এই সংক্রান্ত ঘোষণাগুলি করার সময় জানিয়েছেন, মেক ইন ইন্ডিয়া প্রকল্প কোন অন্য দেশকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া নয়। ভারতকে আত্মনির্ভর করে তোলার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।রবিশংকর প্রসাদ আরও জানিয়েছেন, বিগত ছয় বছরে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন এ দেশে বিপুল পরিমাণে হয়েছে।গোটা বিশ্বে ভারত এখন দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। শীর্ষ স্থান অধিকারের জন্য এগিয়ে চলেছে ভারত। ইলেকট্রনিক্স পণ্য তৈরির ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে পাঁচটি বহুজাতিক এবং পাঁচটি রাষ্ট্রীয় কোম্পানি নির্মাণের জন্য ৫০ হাজার কোটি টাকা ব্যয় তিনটি নতুন প্রকল্প চালু করতে চাইছে। এর মধ্যে থাকবে প্রডাকশন লিংক ইনসেনটিভ, ইলেকট্রনিক কম্পোনেন্ট এন্ড ইনক্লুড সেমি কন্ডাক্টর, মডিফাইড ইলেকনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার স্কিম ২.০।