নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ অসমাপ্ত বোর্ড পরীক্ষা ফের পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা দপ্তর৷ লক ডাউনের কারনে দ্বাদশ, মাধ্যমিকের পুরনো সিলেবাস, মাদ্রাসা ফাজিল ও আলিম কলা বিভাগের স্থগিত পরীক্ষাগুলি পুনরায় সূচি নির্ধারিত হয়েও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, করোনা ভাইরাসের অতিমারী সহজে পিছু ছাড়ছে না এবং করোনা সংক্রমিতের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে৷ এই পরিস্থিতিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তর বোর্ড পরীক্ষা পুনরায় পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে৷
শিক্ষামন্ত্রীর কথায়, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তর সিবিএসই ও বিভিন্ন রাজ্যের গৃহীত পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে৷ এই বিষয়ে শিক্ষামন্ত্রীর দাবি, মেঘালয় ৮ জুন থেকে, মধ্যপ্রদেশ ৯ জুন থেকে, কর্ণাটক ২৫ জুন, পশ্চিমবঙ্গ ২৯ জুন, অন্ধ্রপ্রদেশ ১০ জুলাই, মণিপুর ৬ জুলাই এবং তেলেঙ্গানা ৮ জুন থেকে বোর্ডের অসমাপ্ত পরীক্ষা নেওয়ার সূচি নির্ধারণ করেছে৷ সম্প্রতি সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ও দ্বাদশের অসমাপ্ত পরীক্ষাগুলি ৫ জুন থেকে অনুষ্ঠিত করবে৷ কিন্তু, এখন সেই সম্ভাবনা আপাতত নেই বলেই মনে করা হচ্ছে৷