BRAKING NEWS

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার বলি ৪০৮৪ জন, এ পর্যন্ত মৃত ৩,৭০,৮৭০জন

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): বিশ্ব জুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। গোটা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৪ জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৭০ হাজার ৮৭০। গোটা বিশ্বে করোনা আক্রান্ত সাড়ে ৬১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ২৭ লক্ষ ৩৪ হাজার ৫৪৯ জন।

এর মধ্যে শুধু মাত্র আমেরিকাতেই মারা গিয়েছেন ১ লক্ষ ৩ হাজারের বেশি মানুষ। সেখানে আক্রান্ত ১৭ লক্ষ ৭৭ হাজারের বেশি। তবে আগের থেকে আমেরিকায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু সংক্রমণের নিরিখে খুব অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। সেখানে চার লক্ষ ৯৮ হাজার মানুষ করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ২৮ হাজারের বেশি মানুষের। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। সেখানে আক্রান্ত তিন লক্ষ ৯৬ হাজার। মৃত্যু হয়েছে চার হাজারের বেশি মানুষের।

ব্রিটেনে সংক্রমণের গতি কিছুটা কমেছে। সেখানে আক্রান্ত দু’লক্ষ ৭৪ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৩৮ হাজারের বেশি মানুষের। স্পেন, ফ্রান্স ও ইটালিতেও করোনা সংক্রমণের গতিতে কিছুটা লাগাম পরানো গিয়েছে। সংক্রমণের নিরিখে গোটা বিশ্বে এত দিন কিছুটা পিছিয়ে থাকলেও, সম্প্রতি ন’নম্বরে উঠে এসেছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *