বর্ষপূর্তিতে বিজেপিকে আত্ম নিরীক্ষণের বার্তা মায়াবতীর

নয়াদিল্লি, ৩০ মে (হি. স.):  দ্বিতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিজেপি কর্মীদের আত্ম নিরীক্ষণের বার্তা দিলেন বিএসপি সুপ্রিমো ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী।

বিজেপির বর্ষপূর্তি উপলক্ষে প্রায় তিনটা টুইট করেছেন মায়াবতী। প্রথম টুইটে তিনি লিখেছেন, বিজেপির তরফ থেকে যে প্রতিশ্রুতি এদিন দেওয়া হয়েছে তা বাস্তব পরিস্থিতি এবং জনগণের চিন্তাভাবনার বাইরে না হলে ভালই হয়।বিজেপির এই কার্যকাল বিবাদের মধ্যে কেটেছে।ফলে তাদের উচিত জনহিত জন্য আত্ম নিরীক্ষণ করা। দেশের ১৩০ কোটি জনসংখ্যার বেশিরভাগই দরিদ্র, শ্রমিক, কর্মহীন, মহিলাদের জীবন আগে থেকেই দুঃখ কষ্টের ভরা। বর্তমানে যা শীঘ্রই ভুলিয়ে দেওয়া সম্ভব নয়। ফলে নিজেদের নীতি প্রণয়নের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত কেন্দ্রের।ব্যর্থতা গুলিকে আড়াল না করে তার সংশোধন করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *