কলকাতা, ২৯মে (হি. স.): আগামী ৩১ মের পর লকডাউন শিথিল করতে চায় মমতার সরকার। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ১ জুন থেকে খোলা হবে ধর্মীয় স্থান। এমনকি ৮ জুন থেকে ১০০ শতাংশ কর্মীদের নিয়ে চালু হবে রাজ্যের সরকারি ও বেসরকারি কর্মস্থান গুলিও।এদিন এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম ও কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ করে সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম বলেন, “মুখ্যমন্ত্রী আজ যে ঘোষণা করলেন, এর আগে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা উচিত ছিল যে আমরা করোনাকে জয় করেছি। পশ্চিমবঙ্গ করোনা মুক্ত হয়েছে।” যেভাবে বিনা পরিকল্পনায় লকডাউন শুরু হয়েছিল ঠিক সেইভাবেই আস্তে আস্তে বিনা পরিকল্পনায় লকডাউন তুলে দেওয়া হচ্ছে। যা অত্যন্ত ক্ষতিকারক রাজ্য তথা রাজ্যবাসীর জন্য বলেই মনে করেন এই প্রবীণ সিপিএম নেতা।
অন্যদিকে, সেলিমের সুর টেনে মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণার বিরোধিতা করেন কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্যও। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর ঘোষণায় কিছুই স্পষ্ট হল না। কিছু পরিকল্পনা না নিয়েই হুটহাট সিদ্ধান্ত ঘাড়ে ফেলে দেওয়া হচ্ছে। এর ফল সুদুরপ্রসারী। যা ফল ভুগতে হবে রাজ্যবাসীকেই।