BRAKING NEWS

রাজ্যে লাই ডিটেকশন ডিভিশন খোলা হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ অপরাধীদের সনাক্তকরণে স্বরাষ্ট্র দপ্তরে লাই ডিটেকশন ডিভিশন খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ সম্পতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন৷


তিনি জানান, অপরাধজনিত ঘটনার তদন্তের স্বার্থে এই লাই ডিটেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এতে অপরাধীরা ইচ্ছাক’তভাবে মিথ্যা বললে তা ধরা পড়বে৷ এই বিভাগটি ত্রিপুরা স্টেট ফরেনসিক ল্যাবরেটরীর অধীনে পরিচালিত হবে৷ এই বিভাগে কাজ করার জন্য একজন সিনিয়র সায়েন্টিফিক অফিসার টি পি এস সি’র মাধ্যমে নিয়োগ করা হবে৷ মন্ত্রিসভা এই নিয়োগের জন্যও অনুমোদন দিয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান৷


এদিকে, শিক্ষামন্ত্রী জানান, সম্পতি রাজ্যে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে প্রাথমিকভাবে ৭ লক্ষ ৫৭ হাজার টাকা ত্রাণ হিসাবে দেওয়া হয়েছে৷শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ মহকরণের প্রেস কর্ণারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের জানান, গত ২৬ শে মে থেকে ৪ জন পর্যন্ত সোনামুড়া, বিলোনীয়া ও টেপানীয়া এই তিনটি জায়গায় সহায়কমূল্যে ক’ষকদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে৷ আজ সোনামুড়ায় ১১৯ কুইন্টাল, বিলোনীয়ায় ৯১ কুইন্টাল এবং টেপানীয়ায় ৩৫০ কুইন্টাল ধান সংগ্রহ করা হচ্ছে৷ তাতে তিনদিনে ক’ষকদের হাতে প্রায় ২০ লক্ষ টাকা পৌঁছেছে বলে মন্ত্রী জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *